Top Menu

Main Menu

ব্যাকহামের সঙ্গে অভিনেত্রী মৌনি রায়ের ছবি ভাইরাল | Actress Mauni Roy's picture with Beckham is viral

 


‘গালি গালি’ আইটেম গানে নেচে রাতারাতি তারকার বনে গিয়েছিলেন মৌনি রায়। এতে তার নাচ ব্যাপক প্রশংসা পেয়েছিল। তবে হাতে বর্তমানে বড় বাজেটের কোনো ছবি না থাকলেও স্বপ্নের মতো সময় কাটাচ্ছেন এ অভিনেত্রী। ইতোমধ্যে সাবেক ইংলিশ ফুটবল তারকা ডেভিড ব্যাকহামের সঙ্গে তার একটি ছবি ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগের মাধ্যমে।

মৌনি রায় ঘুরতে ভালোবাসেন। তার এ আগ্রহ তাকে নিয়ে গেছে কাতারের দোহায়। সেখানে গ্রান্ড প্রিক্স ২০২১ উপভোগ করছেন মৌনি। এখানেই ইংলিশ ফুটবলারের দেখা পেয়েছেন বলিউডের এ ‘আইটেম ড্যান্সার’।

ইনস্টাগ্রামে ব্যাকহামের সঙ্গে ছবি পোস্ট করে মৌনি লিখেছেন, এটি ঠিক কী ঘটলো?

নিচে হ্যাশট্যাগ দিয়ে লিখেছেন, বেস্ট।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন