Top Menu

Main Menu

তেলের দাম কমাতে বাইডেনের বিশেষ পরিকল্পনা | Biden's special plan to reduce oil prices


যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম এখন গত সাত বছরের মধ্যে সবচেয়ে বেশি, প্রতি গ্যালন বিকোচ্ছে তিন ডলার ২৮ সেন্টে। মনে রাখতে হবে, এক গ্যালনে হয় তিন দশমিক সাত লিটার। দাম কমাতে স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ (এসপিআর) থেকে পাঁচ কোটি ব্যারেল তেল বাজারে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মঙ্গলবার (২৩ নভেম্বর) এসব জানিয়েছে সিবিএস নিউজ।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন জ্বালানি বিভাগ এ কাজ করবে। এর মধ্যে তিন কোটি ২০ লাখ ব্যারেল ছাড়া হবে একচেঞ্জ অব ওয়েল হিসেবে। এগুলো আবার সামনের বছরগুলোতে রিজার্ভে ফেরত যাবে। বাকি এক কোটি ৮০ লাখ ব্যারেল বিক্রি বাড়ানোর জন্যই বাজারে আনা হবে। আশা করা হচ্ছে, এতে তেলের দাম কমবে।

এই পদক্ষেপটি অপরিশোধিত তেলের রিজার্ভ ছেড়ে দেওয়ার জন্য চীন, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্যসহ অন্যান্য বেশি জ্বালানি খরচকারী দেশগুলোর যৌথ উদ্যোগ। হোয়াইট হাউস বলেছে, চুক্তিটি অন্যান্য দেশের সাথে কয়েক সপ্তাহের আলোচনার চূড়ান্ত পরিণতি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন