Top Menu

Main Menu

Gold Price Today : পরপর দু'দিন অব্যাহত সোনার দাম, রেকর্ডের চেয়ে অনেকটাই দাম কমল রূপোর

 
সোনা ও রূপোর দাম দ্রুতগতিতে ওঠানামা করছে। বাজারে পরপর ২ দিন অব্যাহত থাকল সোনার দাম। লাগাতার সোনার দাম বাড়ার পর গত ৩-৪ দিন ধরে সামান্য কমেছে সোনার দর। তবে সোনার দাম যাই হোক না কেন রূপোর দাম অনেকটাই নিচের দিকে। 

সোনা ও রূপোর দাম দ্রুতগতিতে ওঠানামা করছে। বাজারে পরপর ২ দিন অব্যাহত থাকল সোনার দাম। লাগাতার সোনার দাম বাড়ার পর গত ৩-৪ দিন ধরে সামান্য কমেছে সোনার দর। তবে সোনার দাম যাই হোক না কেন রূপোর দাম (Gold - Silver Price)অনেকটাই নিচের দিকে। গত ২ দিন ধরে অনেকটাই দাম কমেছে রূপোর।বিয়ের মাস পড়তে না পড়তেই স্বস্তি ফিরল মধ্যবিত্তের। তবে শুধু সোনা নয় বিগত কয়েকদিনের তুলনায় রূপোর দামেও বড়সড় পতন। গত সাতদিনে লাগাতার সোনার দাম বেড়েই চলছিল। এবার কিছুটা দাম কমল সোনা ও রূপোর (Gold Price)। সোনার দাম খানিকটা কমতে মুখে হাসি ফুটেছে মধ্যবিত্তের। বিয়ের মরশুমে যেন রীতিমতো ভেলকি দেখাচ্ছে সোনার দাম। গত সপ্তাহেই এমসিএক্স সূচকে (MCX)নয় মাসের সর্বোচ্চ স্তরে পৌঁছে গিয়েছিল সোনার দাম। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন