Top Menu

Main Menu

জন্মদিনে সালমানকে ক্যাটরিনার ‍শুভেচ্ছা | Katrina wishes Salman a happy birthday


পরিবর্তিত বর্তমানে এসে সালমান খানকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ক্যাটরিনা কাইফ।

সোমবার ৫৬ বছর পূর্ণ করলেন সালমান। আর এই দিনে তাকে শুভেচ্ছা জানাতে ইন্সটাগ্রামকে বেছে নিলেন ক্যাটরিনা।

ইন্সটাগ্রাম স্টোরিতে সালমানের একটি সাদা কালো ছবির সঙ্গে ‘হ্যাপি বার্থডে’ স্টিকার দেন ক্যাটরিনা। তার সাথে একটি বার্তাও পোস্ট করেন তিনি।

তাতে তিনি লিখেছেন, “আনন্দময় জন্মদিনের শুভেচ্ছা আপনাকে। আপনার মধ্যকার ভালোবাসার আলো এবং প্রতিভা সবসময় বিদ্যমান থাকুক।”

এক সময় সালমান-ক্যাটরিনা সম্পর্ক বলিউডে ছিল বহুল চর্চার বিষয়; যদিও তারা কেউ এ বিষয়ে মুখ খোলেননি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন