জয়পুরহাটে মুক্তিপণের টাকাসহ অপহরণকারী চক্রের একজন আটক

জয়পুরহাটে র‌্যাব এক লাখ টাকা মুক্তিপণসহ অপহরণকারীদের একজনকে গ্রেপ্তার করেছে। এ সময় দু'জন অপহরণকারীকেও উদ্ধার করা হয়। বুধবার রাতে সদর উপজেলার ভিটি গ্রামের জঙ্গল থেকে র‌্যাব -৫ জয়পুরহাট শিবিরের সদস্যরা একজনকে গ্রেপ্তার করে এবং দু'জন অপহরণকারীকে উদ্ধার করে। র‌্যাব এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।


র‌্যাব জানিয়েছে, আটককৃত ব্যক্তি হলেন শাহিনুর রহমান (২৪), অপহরণের ঘটনার প্রধান। তিনি জয়পুরহাট সদর উপজেলার ভিটি মণ্ডলপাড়া গ্রামের দুলু মিয়ার ছেলে। উদ্ধারকৃত দুই ব্যক্তি হলেন- ইয়ানুর হোসেন ওরফে সম্পদ (২০) ও তারাজুল ইসলাম (২৮)। ইয়ানুর হোসেন জয়পুরহাট সদর উপজেলার চাকদাদ্রা গ্রামের মহসিন আলীর ছেলে এবং তারাজুল ইসলাম পেছুলিয়া গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে।

আরো পড়ুন : করোনার টিকার ন্যায্য বণ্টনের আহ্বান ডব্লিউএইচওর

র‌্যাব -৫ অনুসারে অপহরণকারী রিংয়ের সদস্যরা দুজনকে অপহরণ করে একটি বনে আটকে রেখেছিল এবং তাদের পরিবারের কাছ থেকে এক লাখ টাকা মুক্তিপণ চেয়েছিল। মুক্তিপণ আদায় করতে দেরি হওয়ায় অপহরণকারীরা দুজনকে শারীরিক নির্যাতন করেছিল। খবর পেয়ে র‌্যাব সদস্যরা ক্যাম্প সুপারের অতিরিক্ত পুলিশ সুপার এমএম মহামাইনুর রশিদের নেতৃত্বে অপহরণকারীদের গ্রেপ্তার করে এবং দু'জন অপহরণকারীকে উদ্ধার করতে ঘটনাস্থলে যায়। অপহৃত ব্যক্তিদের উদ্ধার এবং এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গতরাতে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল।


র‌্যাব -৫ জয়পুরহাট শিবিরের অধিনায়ক এমএম মহামাইনুর রশীদ প্রথম আলোকে এই খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, অপহরণকারীরা দু'জন অপহরণকারীকে মারধর করে। উদ্ধার শেষে তাদের দুজনকেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ব্যাপারে জয়পুরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হচ্ছে।


খবর প্রকাশ করছে : prothomalo


সালথা শ্রমিক লীগের সভাপতিসহ তার সহযোগীরা কুপিয়ে আহত 


ফরিদপুরের সালথা শ্রমিক লীগের সভাপতি সাইফুর রহমান (৪৯) কে দুর্বৃত্তরা কুপিয়ে আহত করেছে। তার সহযোগী শফিক মাতুব্বর (৩৮ )ও কুপিয়ে আহত হয়েছেন। বুধবার রাত আটটার দিকে সল্লার বল্লভদী ইউনিয়নের কুন্ডু বারির কোণে এ ঘটনা ঘটে।


শ্রমিক লীগ নেতা সাইফুর রহমানের বাড়ি বারী উপজেলার বল্লভদী ইউনিয়নের কাদির বল্লভদী গ্রামে। শফিকের বাড়িও একই গ্রামে। আহত শফিক মাতুব্বরের বক্তব্য অনুযায়ী, তারা গতকাল রাত ৮ টার দিকে বাউশখালী বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। কুন্ডু বাড়ির কোনায় পৌঁছে, আগে ইজিবাইকটি লুকিয়ে থাকা দুর্বৃত্তরা মোটরসাইকেলটি থামিয়ে দেয়। সে দুজনকে কুপিয়ে আহত করে।


আহত সাইফুর রহমানকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং শফিক মাতুব্বারকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। শফিককে পরে ফরিদপুর মেডিকেল কলেজে নেওয়া হয়। সাইফুরকে উন্নত চিকিৎসার জন্য Dhakaাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছিল।

আরো পড়ুন : বাংলাদেশ–ভারতের অভিন্ন নদীগুলোর পানিবণ্টনে ন্যায্যতা চাই

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান জানান, সাইফুর রহমানের দুটি পায়ে বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাত ছিল। আর শফিকের মাথায় অস্ত্রের আঘাত রয়েছে। তবে তারা দুজনেই নিরাপদ। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি সম্ভবত এলাকায় আধিপত্যের কারণে হতে পারে। গতকাল সকাল সাড়ে। টা পর্যন্ত এ বিষয়ে কোনও অভিযোগ দায়ের করা হয়নি। তিনি জানান, অভিযোগ পাওয়ার পরে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

খবর প্রকাশ করছে : prothomalo