Articles by "সরকারি-চাকরি"
অর্থনীতি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া-ক্রিকেট-দল আওয়ামী-লীগ আদালত আন্তর্জাতিক আন্দোলন আরো আর্থিক-খাত ইরফান-খান ইসলামীক উদ্যোগী-নারী এশিয়া এসএসসি-পরীক্ষা করোনা বাংলাদেশ করোনা-বিশ্ব করোনাভাইরাস ক্রিকেট খুলনা-বিভাগ খেলা খেলাধুলা গোপালগঞ্জ চাকরি চাকরিবাকরি চাকরির-খবর চিকিৎসা চীন চুরি ছাত্রদল জগন্নাথপুর জয়পুরহাট জাতিসংঘ জাতীয় জাতীয়-পার্টি জো-বাইডেন ঝালকাঠি টি-টোয়েন্ট-বিশ্বকাপ টিকা টেবিল-টেনিস ডোনাল্ড ট্রাম্প ঢাকা-বিভাগ ঢাকা-বিশ্ববিদ্যালয় তথ্যপ্রযুক্তি তথ্যমন্ত্রী তারকা নারী নিউজিল্যান্ড নিয়োগ নেইমার পরিবেশ পাইলসের-সমস্যা-১০-উপায় পাকিস্তান পানি পিএসজি পিএসসি পেশা পোশাক প্রযুক্তি প্রযুক্তি-পণ্য ফুটবল ফ্যাশন বগুড়া বরিশাল বরিশাল-বিভাগ বাংলাদেশ বাংলাদেশ-ভারত-সম্পর্ক বাণিজ্য বাবুগঞ্জ বিএনপি বিনিয়োগ বিনোদন বিয়ে বিরাট-কোহলি বিশেষ-সংবাদ বিসিএস ব্যাংক ভর্তি-পরীক্ষা ভারত ভোটাররা-কেন্দ্রে-যেতে-পারলে মতামত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র-নির্বাচন যুক্তরাষ্ট্রে রংপুর রাজনীতি রাজশাহী-বিভাগ রোহিঙ্গা শাবনূর শিক্ষা শেয়ারবাজার সড়ক-দুর্ঘটনা সযুক্তরাষ্ট্র সরকারি-চাকরি সাকিব-আল-হাসান সিনেমা সিলেট-বিভাগ সোনালী-ব্যাংক স্বাস্থ্য হামলা হাসপাতাল


পুলিশের চাকরিটি অবশেষে পাচ্ছেন ভূমিহীন আসফিয়া ইসলাম কাজল। একই সঙ্গে পাচ্ছেন মাথা গোঁজার ঠাঁইও। আসফিয়া পুলিশে নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও ভূমিহীন পরিবারের সন্তান হওয়ায় নিয়মের গ্যাঁড়াকলে তাঁর চাকরি হওয়া অনিশ্চয়তার মধ্যে পড়েছিল। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁর জন্য সরকারি জমিসহ পুলিশের চাকরির ব্যবস্থা করা হচ্ছে।

পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, আসফিয়া যাতে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেতে পারেন, সে জন্য ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে বরিশাল জেলা প্রশাসক আসফিয়ার জন্য ঘর নির্মাণে হিজলা উপজেলা প্রশাসনকে সরকারি জমি খুঁজতে বলেছেন।

বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া গতকাল শুক্রবার সকালে তাঁকে ফোন দিয়ে জানিয়েছেন, আসফিয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে। আসফিয়া যাতে কনস্টেবল পদে চাকরি পেতে পারেন সে জন্য সরকারি জমিতে ঘর নির্মাণ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

জেলা প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে আসফিয়ার জন্য জমির স্থান নির্ধারণ করতে হিজলার ইউএনওকে বলা হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আসফিয়ার জন্য ঘর নির্মাণ সম্ভব হবে।’

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন, ‘আসফিয়ার জন্য ঘর নির্মাণে বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় খাসজমি ঘুরে দেখেছি। উপজেলার বড়জালিয়া ইউনিয়নে কয়েক শতাংশ জমি পাওয়া গেছে। প্রাথমিকভাবে সেখানে ঘর নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। জেলা প্রশাসকের মতামত পেলে কাজ শুরু হবে।’

বরিশাল জেলা পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কমিটির সভাপতি জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেন, ‘পুলিশ কনস্টেবল পদে আসফিয়ার নিয়োগ বাতিল করা হয়নি। নিয়োগ আবেদনে তাঁর স্থায়ী ঠিকানা ভুল উল্লেখ ছিল। বিষয়টি ভেরিফিকেশনে উঠে আসে। তবে তাঁর চাকরি হবে না, এটা কখনো বলা হয়নি। আসফিয়া যেন এ কারণে নিয়োগবঞ্চিত না হন, সে জন্য নিয়মের মধ্যে থেকে করণীয় সম্পর্কে ভাবা হচ্ছে।’

আসফিয়াকে জমি দিতে চান এক ব্যবসায়ী

গাজীপুরের শ্রীপুরের ব্যবসায়ী মেজবাহ উদ্দিন গতকাল জানিয়েছেন, জমি না থাকায় চাকরি আটকে যাওয়া আসফিয়াকে তিনি জমি লিখে দিতে চান। আসফিয়া ও তাঁর অভিভাবক চাইলে যেকোনো সময় তিনি বিনা শর্তে তাঁকে জমি লিখে দেবেন। মেজবাহ উদ্দিন বলেন, ‘আমার যথেষ্ট জমি আছে। তাই আমি তাঁর চাকরি হওয়ার জন্য প্রয়োজনীয় পরিমাণ জমি দিতে চাই।’ মানুষ হিসেবে আরেকটা মানুষের পাশে দাঁড়াতেই এটুকু করতে চান বলে জানান মেজবাহ।


সোনালী–জনতা–রূপালীসহ ৬ ব্যাংক নেবে সহকারী প্রোগ্রামার

ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) সদস্য ছয়টি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে সহকারী প্রোগ্রামারদের নিয়োগ দেওয়া হবে। ৭৬  জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সোনালী ব্যাংকে ১৫ জন, জনতা ব্যাংকে ১৫ জন, রূপালী ব্যাংকে ২৯ জন, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিনান্স কর্পোরেশনে ৮ জন, প্রবাসিকাল্যাণ ব্যাংকে ৫ জন এবং পল্লী সঁচা ব্যাংকে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা ১৪জানুয়ারী পর্যন্ত আবেদন করতে পারবেন।

কম্পিউটার বিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল, তথ্য প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রকৌশল, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং বা কম্পিউটার সায়েন্স থাকতে হবে স্নাতক বা স্নাতকোত্তর (সম্মান) ডিগ্রি। এসএসসি এবং উপরের পরীক্ষাগুলির মধ্যে কমপক্ষে দু'জনকে অবশ্যই প্রথম শ্রেণি থাকতে হবে। তৃতীয় বিভাগটি কোনও পর্যায়ে গ্রহণযোগ্য হবে না।

আবেদনের সময়

প্রার্থীদের বয়স 1 মার্চ, 2020 এর 30 বছরের কম বয়সী হতে হবে freedom তবে, মুক্তিযোদ্ধা এবং প্রতিবন্ধী প্রার্থীদের শিশুদের বয়সসীমা 32 বছর

বেতন

   জাতীয় বেতন স্কেল 2015 অনুসারে নিয়োগপ্রাপ্তদের 22,500-53,060 টাকা স্কেল দেওয়া হবে।


আবেদন ফি এবং পদ্ধতি


প্রার্থীদের নন-ফেরতযোগ্য পরীক্ষার ফি দিতে হবে ৫০০ টাকা। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের 'রকেট' এর মাধ্যমে 200 প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে।


স্বাস্থ্যের সিনিয়র নার্সের পরীক্ষার সূচি ও আসন প্রকাশ



স্বাস্থ্য মন্ত্রকের অধীনে নার্সিং ও মিডওয়াইফারি বিভাগের সিনিয়র স্টাফ নার্সের পদে বাছাই পরীক্ষার তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। দশম শ্রেণির পদের জন্য পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। ২৮  জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন বিকেল তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজধানীর 21 টি শিক্ষা প্রতিষ্ঠানে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গত বছরের ১ মার্চ জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে যে সিনিয়র স্টাফ নার্সদের পদ সংখ্যা ছিল ২,৫০০। পিএসসির বিজ্ঞপ্তি অনুসারে পরীক্ষার্থীদের পরীক্ষায় অংশ নিতে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ভর্তি কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হবে। পরীক্ষার সময় কোনও বই, ব্যাগ, ঘড়ি, মোবাইল ফোন বা বৈদ্যুতিন ডিভাইস প্রবেশ করা যাবে না।

বাছাই প্রক্রিয়া

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীদের ১০০ নম্বর এমসিকিউ (লিখিত) পরীক্ষায় অংশ নিতে হবে। এই পরীক্ষায় মোট ১০০টি প্রশ্ন থাকবে। এক ঘন্টার পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত এবং প্রতিদিনের বিজ্ঞান নিয়ে প্রশ্ন থাকবে। পরীক্ষার্থীরা প্রতিটি সঠিক উত্তরের জন্য একটি নম্বর পাবেন। ০.৫ নম্বর ভুল উত্তরের জন্য কেটে নেওয়া যেতে পারে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।

বেতন-ভাতা এবং সুবিধা

অবশেষে লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত হলে একজন সিনিয়র স্টাফ নার্স ও মিডওয়াইফ জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে দশম শ্রেণিতে ১৬  টাকা স্কেলের বিধি ও বিধি মোতাবেক অন্যান্য ভাতা বা সুবিধা পাবেন। পরীক্ষা বসার জন্য ক্লিক করুন।



যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget