Articles by "তথ্যপ্রযুক্তি"
অর্থনীতি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া-ক্রিকেট-দল আওয়ামী-লীগ আদালত আন্তর্জাতিক আন্দোলন আরো আর্থিক-খাত ইরফান-খান ইসলামীক উদ্যোগী-নারী এশিয়া এসএসসি-পরীক্ষা করোনা বাংলাদেশ করোনা-বিশ্ব করোনাভাইরাস ক্রিকেট খুলনা-বিভাগ খেলা খেলাধুলা গোপালগঞ্জ চাকরি চাকরিবাকরি চাকরির-খবর চিকিৎসা চীন চুরি ছাত্রদল জগন্নাথপুর জয়পুরহাট জাতিসংঘ জাতীয় জাতীয়-পার্টি জো-বাইডেন ঝালকাঠি টি-টোয়েন্ট-বিশ্বকাপ টিকা টেবিল-টেনিস ডোনাল্ড ট্রাম্প ঢাকা-বিভাগ ঢাকা-বিশ্ববিদ্যালয় তথ্যপ্রযুক্তি তথ্যমন্ত্রী তারকা নারী নিউজিল্যান্ড নিয়োগ নেইমার পরিবেশ পাইলসের-সমস্যা-১০-উপায় পাকিস্তান পানি পিএসজি পিএসসি পেশা পোশাক প্রযুক্তি প্রযুক্তি-পণ্য ফুটবল ফ্যাশন বগুড়া বরিশাল বরিশাল-বিভাগ বাংলাদেশ বাংলাদেশ-ভারত-সম্পর্ক বাণিজ্য বাবুগঞ্জ বিএনপি বিনিয়োগ বিনোদন বিয়ে বিরাট-কোহলি বিশেষ-সংবাদ বিসিএস ব্যাংক ভর্তি-পরীক্ষা ভারত ভোটাররা-কেন্দ্রে-যেতে-পারলে মতামত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র-নির্বাচন যুক্তরাষ্ট্রে রংপুর রাজনীতি রাজশাহী-বিভাগ রোহিঙ্গা শাবনূর শিক্ষা শেয়ারবাজার সড়ক-দুর্ঘটনা সযুক্তরাষ্ট্র সরকারি-চাকরি সাকিব-আল-হাসান সিনেমা সিলেট-বিভাগ সোনালী-ব্যাংক স্বাস্থ্য হামলা হাসপাতাল


গোপনতা-কেন্দ্রিক সার্চ ইঞ্জিন তৈরির জন্য আলাদা পরিচিতি আছে ডাকডাকগো’র। সম্প্রতি ওই একই ব্রাউজারের ডেস্কটপ সংস্করণ তৈরির কাজ চলছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ডাকডাকগোর দাবি অনুসারে, ডেস্কটপ ব্রাউজারটির ওই পর্যায়ের সক্ষমতা থাকলে ব্যবহারকারীর পুরো ওয়েব সার্ফিং অভিজ্ঞতা হবে নজরদারির ঝুঁকিমুক্ত।

সম্প্রতি এক ব্লগ পোস্টে ডাকডাকগো ডেস্কটপ ব্রাউজার অ্যাপের কয়েকটি স্ক্রিনশট দেখিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী গ্যাব্রিয়েল ওয়েইনবার্গ। ব্রাইজারের ডেস্কটপ অ্যাপ সংস্করণও মোবাইল অ্যাপের মতোই দেখতে হবে এবং কাজের ধরন বিবেচনাতেও একই নির্ভরযোগ্যতা থাকবে বলে জানিয়েছেন তিনি।

“অপারেটিং সিস্টেমের রেন্ডারিং এপিআই-কে কেন্দ্র রেখে একদম শুরু থেকে ডেস্কটপ অ্যাপটি তৈরি করছি আমরা।”-- ব্লগ পোস্টে লিখেছেন ওয়েইনবার্গ।

ব্যবহারকারীর গোপনতা বজায় রাখতে ডেস্কটপ ব্রাউজারে “কঠোর নিরাপত্তা” ডিফল্ট ফিচার হিসেবে থাকবে বলে জানিয়েছেন ওয়েইনবার্গ; কোনো লুকানো সিকিউরিটি সেটিং খুঁজে চালু বা বন্ধ করে রাখতে হবে না ব্যবহারকারীকে। মোবাইল অ্যাপের মতো ডেস্কটপ সংস্করণেও থাকবে ‘ফায়ার (Fire)’ বাটন, যা এক ক্লিকেই মুছে দেবে ব্রাউজার হিস্ট্রি, খুলে রাখা ট্যাবস এবং জমিয়ে রাখা ডেটা। 

এ ছাড়াও, অপারেটিং সিস্টেমের ‘রেন্ডারিং ইঞ্জিন’ নির্ভর হওয়ায় ডেস্কটপ অ্যাপটির ইন্টারফেস আরও ব্যবহারবান্ধব হবে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে, বহুল ব্যবহৃত গুগল ক্রোম ব্রাউজারের চেয়ে ডাকডাকগো’র ডেস্কটপ ব্রাউজার “লক্ষ্যণীয় মাত্রার দ্রুতগতির”-- পরীক্ষা-নিরিক্ষা থেকে এমন তথ্য মিলেছে বলে জানিয়েছেন ওয়েইনবার্গ।

ছবি: ডাকডাকগো,গ্যাব্রিয়েল ওয়েইনবার্গের ব্লগ পোস্ট থেকে
ডাকডাকগো,গ্যাব্রিয়েল ওয়েইনবার্গের ব্লগ পোস্ট থেকে

“ম্যাকওএস এবং উইন্ডোজ উভয়েই ওয়েবসাইট রেন্ডারিং এপিআই (ওয়েবভিউ/ওয়েবভিউ২) সরবরাহ করছে, যেটি যে কোনো অ্যাপ একটি ওয়েবসাইট রেন্ডার করতে ব্যবহার করতে পারে। ডেস্কটপে আমাদের নিজস্ব অ্যাপ তৈরিতে সেটাই ব্যবহার করেছি আমরা।”-- প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন ডাকডাকগো’র জ্যেষ্ঠ যোগাযোগ ব্যবস্থাপক অ্যালিসন জনসন।

আপাতত, ম্যাকওএসে ‘ক্লোজড বেটা’ হিসেবে কার্যক্ষমতা যাচাই চলছে ডাকডাকগো ব্রাউজারের ডেস্কটপ সংস্করণটির। ডেস্কটপ অ্যাপটি উইন্ডোজ প্ল্যাটফর্মের জন্যেও প্রস্তুতি নিচ্ছে– এমন ইঙ্গিত মিলছে ওয়েইনবার্গের টুইট থেকে। তবে, ডেস্কটপ সংস্করণটি কবে নাগাদ বড় পরিসরে বাজারে আসবে, সে বিষয়ে কিছু বলেনি ডাকডাকগো কর্তৃপক্ষ।

নভেম্বর মাসেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য নতুন বিল্ট-ইন টুল এনেছে ডাকডাকগো। অন্যান্য অ্যাপ যেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর উপর নজর রাখতে না পারে, সেটি নিশ্চিত করার কথা রয়েছে ওই টুলটির। জুলাই মাসে নতুন ‘ইমেইল প্রোটেকশন’ সেবাও চালু করেছে প্রতিষ্ঠানটি। প্রাপ্ত ইমেইলের সঙ্গে কোনো ট্র্যাকার জুড়ে দেওয়া থাকলে সেটি বিচ্ছিন্ন করে দেবে ওই সেবা।


‘মন চাইছে আত্মহত্যা করি’, ফেসবুকে লিখলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। 

নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া মন্ত্রীর সেই ফেসবুক স্ট্যাটাস নিয়ে ব্যাপক আলোচনা চলছে।

আজ (বৃহস্পতিবার) বেলা ১১টা ৩৯ মিনিটে ফেসবুকে স্ট্যাটাসটি দেন মন্ত্রী মোস্তাফা জব্বার। 

সেখানে ব্যাংকে চেক ভাঙানোর বিষয়ে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানান।

তিনি লেখেন, ‘মন চাইছে আত্মহত্যা করি। একটি চেকে আমি ডিসেম্বর বাংলায় লিখেছি বলে কাউন্টার থেকে চেকটি ফেরত দিয়েছে। কোন দেশে আছি?’

তার ওই স্ট্যাটাসের পর পর নেটিজেনরা বিষয়টির সুরাহা চেয়েছেন। সর্বত্র বাংলা ব্যবহারের পক্ষে মত দিচ্ছেন কেউ কেউ।

 


কোনো প্রতিষ্ঠানকে খাটো করতে স্ট্যাটাসটি দেনটি জানিয়ে এক গণমাধ্যমকে মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘ভাষার মর্যাদা রক্ষায় স্ট্যাটাসটি দিয়েছি। বাংলাদেশই একমাত্র ভাষাভিত্তিক রাষ্ট্র। ভাষার জন্যই এই রাষ্ট্রের জন্ম। আগে প্রযুক্তিগত দিক থেকে বাংলা কিছুটা পিছিয়ে থাকলেও এখন সেই অবস্থা নেই।’

ঘটনার প্রসঙ্গে মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘আমি চেকে বরাবরই মাসের নাম বাংলায় লিখি। মতিঝিলের প্রিন্সিপাল শাখায় এ নিয়ে কোনো সমস্যা হয়নি। এবারের চেকেও আমি তারিখটি লিখেছি '০২ ডিসেম্বর, ২০২১'। এটি ছিল বেয়ারার চেক। যাকে চেকটি দিয়েছি, তিনি ব্যাংকটির এলিফ্যান্ট রোড শাখায় জমা দিতে গিয়ে প্রথমে ব্যর্থ হন। মাসের নাম বাংলায় লেখার চেকটি ফেরত দিয়েছেন ব্যাংকের সংশ্লিষ্টরা। তিনি বাসায় ফিরে আমাকে বিষয়টি অবহিত করেন। পরে আমি যোগাযোগ করায় চেকটি অনার হয়।’

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget