Articles by "নারী"
অর্থনীতি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া-ক্রিকেট-দল আওয়ামী-লীগ আদালত আন্তর্জাতিক আন্দোলন আরো আর্থিক-খাত ইরফান-খান ইসলামীক উদ্যোগী-নারী এশিয়া এসএসসি-পরীক্ষা করোনা বাংলাদেশ করোনা-বিশ্ব করোনাভাইরাস ক্রিকেট খুলনা-বিভাগ খেলা খেলাধুলা গোপালগঞ্জ চাকরি চাকরিবাকরি চাকরির-খবর চিকিৎসা চীন চুরি ছাত্রদল জগন্নাথপুর জয়পুরহাট জাতিসংঘ জাতীয় জাতীয়-পার্টি জো-বাইডেন ঝালকাঠি টি-টোয়েন্ট-বিশ্বকাপ টিকা টেবিল-টেনিস ডোনাল্ড ট্রাম্প ঢাকা-বিভাগ ঢাকা-বিশ্ববিদ্যালয় তথ্যপ্রযুক্তি তথ্যমন্ত্রী তারকা নারী নিউজিল্যান্ড নিয়োগ নেইমার পরিবেশ পাইলসের-সমস্যা-১০-উপায় পাকিস্তান পানি পিএসজি পিএসসি পেশা পোশাক প্রযুক্তি প্রযুক্তি-পণ্য ফুটবল ফ্যাশন বগুড়া বরিশাল বরিশাল-বিভাগ বাংলাদেশ বাংলাদেশ-ভারত-সম্পর্ক বাণিজ্য বাবুগঞ্জ বিএনপি বিনিয়োগ বিনোদন বিয়ে বিরাট-কোহলি বিশেষ-সংবাদ বিসিএস ব্যাংক ভর্তি-পরীক্ষা ভারত ভোটাররা-কেন্দ্রে-যেতে-পারলে মতামত যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র-নির্বাচন যুক্তরাষ্ট্রে রংপুর রাজনীতি রাজশাহী-বিভাগ রোহিঙ্গা শাবনূর শিক্ষা শেয়ারবাজার সড়ক-দুর্ঘটনা সযুক্তরাষ্ট্র সরকারি-চাকরি সাকিব-আল-হাসান সিনেমা সিলেট-বিভাগ সোনালী-ব্যাংক স্বাস্থ্য হামলা হাসপাতাল

 


ক্যাটরিনার নাম উচ্চারিত হলে সালমান খানের নাম চলে আসাটা স্বাভাবিক।

ক্যাটরিনা ও সালমান খানের সম্পর্ক নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের আনন্দবাজার পত্রিকা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০০৩ সালে বলিউডে অভিষেক হয় ক্যাটরিনার।  তার পর থেকে ২০১০ সাল পর্যন্ত সালমানের সঙ্গেই ছিলেন তিনি।

এতে বলা হয়, নবাগতা ক্যাটরিনাকে তখন পথ দেখাচ্ছেন সালমান। হাতে ধরে শিখিয়ে দিচ্ছেন বলিউডের কীভাবে পথ চলতে হবে তা।  এ সময় বলিউডের ‘টাইগার’ ক্যাটরিনাকে সব সময় আগলে রাখার তাগিদ অনুভব করতেন।

ক্যাটরিনার জন্য ঘনিষ্ঠদের সঙ্গেও বিবাদে জড়িয়েছিলেন সালমান। সে তালিকায় আছেন বরুণ ধাওয়ানও।

একদিন হাঁটতে বেরিয়েছিলেন ক্যাটরিনা ও সালমান। সঙ্গেই ছিলেন বরুণ এবং অর্জুন কাপুর।

একসঙ্গে হাঁটতে হাঁটতে বরুণ সদ্য বলিউডে পা রাখা ক্যাটরিনার দিকে তাকাচ্ছিলেন বারবার। ক্যাটরিনা এ বিষয়টি আমলে না নিলেও চোখ এড়ায়নি সালমানের। এর পর আর যায় কোথায়! বরুণকে কড়া ধমক দিয়েছিলেন সালমান।

সালমানের বকুনি খেয়ে বরুণ খুললেন ‘আই হেট ক্যাটরিনা ক্লাব’। পাশে পেলেন বন্ধু অর্জুনকে।

আর এ ঘটনা করণ জোহরের অনুষ্ঠানে এসে ফাঁস করেন ক্যাটরিনা।

এদিকে  ভিকি কৌশল ও ক্যাটরিনার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে বলিউড পাড়ায়।

৭ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান চলবে বলে শোনা যাচ্ছে।

বিয়ের জন্যে ইতোমধ্যেই ৭০০ বছরের পুরনো রাজস্থানের সাওয়াই মাধোপুর জেলার সিক্স সেন্সেস ফোর্ট হোটেল পুরোপুরি বুকিং করে নেওয়া হয়েছে।  কারণ, দুই পরিবারেরই একাধিক আত্মীয় নভেম্বরের শেষেই চলে আসবেন রাজস্থানে। তারা সেখানেই থাকবেন। একাধিক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে নিযুক্ত করা হয়েছে এই বিয়ের অনুষ্ঠান করার জন্য।

যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেননি ভিকি বা ক্যাটরিনা।


মানসিকভাবে অনেক আগে থেকেই দুটি ভিন্ন জগতের বাসিন্দা নুসরাত-নিখিল। এবারে আইনের খাতাতেও আলাদা হলেন প্রাক্তন এই জুটি। তারা আর স্বামী-স্ত্রী নন, বিষয়টি আদালতে প্রমাণ হতেই নুসরাতের প্রাক্তন স্বামী নিখিল বললেন তিনি ‘বাঁচলেন’। এটিকে ‘জন্মদিনের সেরা উপহার’ বলেও মনে করছেন নিখিল। 

নিখিলের বাবাও নাকি এতে খুব খুশি। আর তার মা হাঁপ ছেড়ে বেঁচেছেন। এ কথা নিজেই বললেন নিখিল। 

বললেন, আমি আমার জীবনে ওকে আর চাই না। একসময় আমি আমার গোটা জীবনটাই ওকে সমর্পণ করেছিলাম। নুসরাতের জন্য আমি কী কী করেছি তা আমার বন্ধু ও পরিবারের লোকজনও জানে। সবকিছুর জন্য  নুসরাতের স্যরি বলা উচিত ছিল বলেও মনে করেন নিখিল। 

২০১৯ সালের ১৯ জুন তুরস্কে রূপকথার গল্পের মতো করেই 'বিয়ে' করেছিলেন নুসরাত- নিখিল। এর পরে যশের সঙ্গে সম্পর্ক  নিয়েই দ্বন্দ্ব শুরু হয় তাদের মাঝে । এক পর্যায়ে সেপারেশন। 

তবে ভারতে কাগজে কলমে তাদের বিয়ে না হওয়ায়, বিচ্ছেদের প্রশ্নই ওঠেনা বলে জানিয়েছিলেন নুসরাত। এর প্রেক্ষিতেই মামলা করেছিলেন নিখিল, সেই মামলার রায়েই প্রমাণ হল, তাদের বিয়ে হয়েছিল এবং তা বিচ্ছেদও হয়ে গেল।

সূত্র: সংবাদ প্রতিদিন

ছাত্রীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, কারাগারে ৪ সন্তানের জনক
গ্রেপ্তারকৃত ব্যক্তি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের কিসমত দেউলা গ্রামের আহাম্মদ আলীর ছেলে গোলাম মোস্তফা (৩৭)। তিনি ৪ সন্তানের জনক।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ভুক্তভোগী স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে গত ২৫ অক্টোবর বাড়ি থেকে তুলে নিয়ে যায় মোস্তফা। এ সময় থেকে ভুক্তভোগী স্কুলছাত্রী নিখোঁজ ছিল। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে তারাকান্দা থানায় অভিযোগ করে পরিবার।

তিনি আরও জানান, পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় তুলে নেওয়ার ৫ দিন পর গাজীপুর জেলা থেকে ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে ও গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়।

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget