ডেস্কটপ ব্রাউজার বানাচ্ছে ‘গোপনতা সমর্থক’ ডাকডাকগো | The desktop browser is being developed by the 'privacy supporter' Dakdakgo
গোপনতা-কেন্দ্রিক সার্চ ইঞ্জিন তৈরির জন্য আলাদা পরিচিতি আছে ডাকডাকগো’র। সম্প্রতি ওই একই ব্রাউজারের ডেস্কটপ সংস্করণ তৈরির কাজ চলছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। ডাকডাকগোর দাবি অনুসারে, ডেস্কটপ ব্রাউজারটির ওই পর্যায়ের সক্ষমতা থাকলে ব্যবহারকারীর পুরো ওয়েব সার্ফিং অভিজ্ঞতা হবে নজরদারির ঝুঁকিমুক্ত।
সম্প্রতি এক ব্লগ পোস্টে ডাকডাকগো ডেস্কটপ ব্রাউজার অ্যাপের কয়েকটি স্ক্রিনশট দেখিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী গ্যাব্রিয়েল ওয়েইনবার্গ। ব্রাইজারের ডেস্কটপ অ্যাপ সংস্করণও মোবাইল অ্যাপের মতোই দেখতে হবে এবং কাজের ধরন বিবেচনাতেও একই নির্ভরযোগ্যতা থাকবে বলে জানিয়েছেন তিনি।
“অপারেটিং সিস্টেমের রেন্ডারিং এপিআই-কে কেন্দ্র রেখে একদম শুরু থেকে ডেস্কটপ অ্যাপটি তৈরি করছি আমরা।”-- ব্লগ পোস্টে লিখেছেন ওয়েইনবার্গ।
ব্যবহারকারীর গোপনতা বজায় রাখতে ডেস্কটপ ব্রাউজারে “কঠোর নিরাপত্তা” ডিফল্ট ফিচার হিসেবে থাকবে বলে জানিয়েছেন ওয়েইনবার্গ; কোনো লুকানো সিকিউরিটি সেটিং খুঁজে চালু বা বন্ধ করে রাখতে হবে না ব্যবহারকারীকে। মোবাইল অ্যাপের মতো ডেস্কটপ সংস্করণেও থাকবে ‘ফায়ার (Fire)’ বাটন, যা এক ক্লিকেই মুছে দেবে ব্রাউজার হিস্ট্রি, খুলে রাখা ট্যাবস এবং জমিয়ে রাখা ডেটা।
এ ছাড়াও, অপারেটিং সিস্টেমের ‘রেন্ডারিং ইঞ্জিন’ নির্ভর হওয়ায় ডেস্কটপ অ্যাপটির ইন্টারফেস আরও ব্যবহারবান্ধব হবে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে, বহুল ব্যবহৃত গুগল ক্রোম ব্রাউজারের চেয়ে ডাকডাকগো’র ডেস্কটপ ব্রাউজার “লক্ষ্যণীয় মাত্রার দ্রুতগতির”-- পরীক্ষা-নিরিক্ষা থেকে এমন তথ্য মিলেছে বলে জানিয়েছেন ওয়েইনবার্গ।
ডাকডাকগো,গ্যাব্রিয়েল ওয়েইনবার্গের ব্লগ পোস্ট থেকে |
“ম্যাকওএস এবং উইন্ডোজ উভয়েই ওয়েবসাইট রেন্ডারিং এপিআই (ওয়েবভিউ/ওয়েবভিউ২) সরবরাহ করছে, যেটি যে কোনো অ্যাপ একটি ওয়েবসাইট রেন্ডার করতে ব্যবহার করতে পারে। ডেস্কটপে আমাদের নিজস্ব অ্যাপ তৈরিতে সেটাই ব্যবহার করেছি আমরা।”-- প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জকে দেওয়া এক বিবৃতিতে বলেছেন ডাকডাকগো’র জ্যেষ্ঠ যোগাযোগ ব্যবস্থাপক অ্যালিসন জনসন।
আপাতত, ম্যাকওএসে ‘ক্লোজড বেটা’ হিসেবে কার্যক্ষমতা যাচাই চলছে ডাকডাকগো ব্রাউজারের ডেস্কটপ সংস্করণটির। ডেস্কটপ অ্যাপটি উইন্ডোজ প্ল্যাটফর্মের জন্যেও প্রস্তুতি নিচ্ছে– এমন ইঙ্গিত মিলছে ওয়েইনবার্গের টুইট থেকে। তবে, ডেস্কটপ সংস্করণটি কবে নাগাদ বড় পরিসরে বাজারে আসবে, সে বিষয়ে কিছু বলেনি ডাকডাকগো কর্তৃপক্ষ।
নভেম্বর মাসেই অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য নতুন বিল্ট-ইন টুল এনেছে ডাকডাকগো। অন্যান্য অ্যাপ যেন অ্যান্ড্রয়েড ব্যবহারকারীর উপর নজর রাখতে না পারে, সেটি নিশ্চিত করার কথা রয়েছে ওই টুলটির। জুলাই মাসে নতুন ‘ইমেইল প্রোটেকশন’ সেবাও চালু করেছে প্রতিষ্ঠানটি। প্রাপ্ত ইমেইলের সঙ্গে কোনো ট্র্যাকার জুড়ে দেওয়া থাকলে সেটি বিচ্ছিন্ন করে দেবে ওই সেবা।