জগন্নাথ পুরে ২০ বছর পর ছাত্রদলের কমিটি, শুরুতেই ছয়জনের পদত্যাগ

দীর্ঘ ২০ বছর পর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। এসব কমিটি গঠনে অনিয়মের অভিযোগ অনুমোদনের পর ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তুষ্টি দেখা দেয়। কমিটির বিরুদ্ধে অবিশ্বাস প্রকাশ করে শুক্রবার ছয়জন পদত্যাগ করেছেন।


ছাত্রদলের নেতাকর্মীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ছাত্রদলের উপজেলা পৌর ও কলেজ শাখায় ছাত্রদলের কোনও কমিটি না থাকায় নেতাকর্মীরা কমিটির জন্য কেন্দ্রে লবিং শুরু করেন। সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম ও সদস্য সচিব তারেক মিয়া বুধবার রাতে জগন্নাথপুর উপজেলা, পৌর ও সরকারী কলেজে কমিটির অনুমোদন নিয়ে সোশ্যাল মিডিয়ায় এ খবর প্রকাশ করেন।

মামুনুর রশীদকে আহ্বায়ক ও শামসুল ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্যের উপজেলা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। জোনালনাথপুর সরকারী কলেজের ইমন আহমদকে আহ্বায়ক এবং মোবারক হোসেনকে সদস্য সচিব এবং রাহুল আমিনকে আহ্বায়ক ও আবদুল কাদিরকে সদস্য সচিব হিসাবে পৌরসভায় ২১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।


জাহিদুল ইসলাম ও উপজেলা শাখা থেকে জুয়েব হোসেন কমিটিতে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনেছিলেন; মির্জা তামিম আহমেদ, ইকবাল হোসেন, পৌর শাখা থেকে আলাউর রহমান এবং জগন্নাথপুর সরকারী কলেজের শাখা কমিটি থেকে কাশেম মিয়া পদত্যাগ করেছেন।


জগন্নাথপুর সরকারী কলেজ শাখা থেকে পদত্যাগকারী এক ছাত্র নেতা কাশেম মিয়া বলেছিলেন, ‘আমি আহ্বায়ক প্রার্থী ছিলাম। জ্যেষ্ঠতা লঙ্ঘন করে আমাকে কমিটির যুগ্ম আহ্বায়ক নিযুক্ত করা হয়েছে। তাই আমি এই পদ থেকে পদত্যাগ করেছি। শুক্রবার আমি পদত্যাগপত্র জেলা কমিটিতে জমা দিয়েছি।



জগন্নাথপুর পৌর ছাত্রদল নেতা মির্জা তামিম আহমেদ বলেছেন, ‘আমি আহ্বায়ক প্রার্থী হয়ে প্যানেল জমা দিয়েছি। আমাকে কমিটির সদস্য করা হয়েছে। এ ছাড়া সক্রিয় নেতাকর্মীরা কমিটিতে জায়গা পাননি। তাই আমি কমিটি থেকে পদত্যাগ করেছি। 


উপজেলা ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম বলেন, ছাত্রদলের ২০ বছর পর একটি কমিটি রয়েছে। নেতা কর্মীদের উচ্চ প্রত্যাশা ছিল। তবে কমিটি গঠনে ব্যাপক অনিয়ম হয়েছে। মাঠ-পরীক্ষিত নেতা কর্মীদের বাদ দিয়ে এক নেতার পছন্দের কর্মীদের সমন্বিত একটি কল্পিত কমিটি অনুমোদিত হয়েছে।

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেছেন, "দীর্ঘদিন ধরে কোনও কমিটি ছিল না, তাই প্রার্থীর সংখ্যা বেশি।" সবাইকে খুশি রাখা সম্ভব নয়, তাই কিছুটা অসন্তুষ্টিও থাকতে পারে।


২০০১ সালে, রাজু আহমেদকে সভাপতি ও কবির আহমেদকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের জগন্নাথপুর উপজেলা ছাত্রদল কমিটি গঠন করা হয়। ২০০৫ সালে ছাত্রদলের সভাপতি রাজু আহমেদ স্থায়ীভাবে যুক্তরাজ্যে চলে আসেন, তার পর দলের সাধারণ সম্পাদক কবির আহমেদ উপজেলা বিএনপি কমিটিতে স্থান পান এবং বিএনপির রাজনীতিতে যুক্ত হন। তিনি বর্তমানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। তার পর থেকে উপজেলা কমিটি না থাকায় পৌর ও কলেজ কমিটি গঠন করা যায়নি।