সাপে কামড় খেয়ে যা বললেন সালমান খান | Salman Khan said after being bitten by a snake
বলিউড ভাইজান সালমান খানের জন্মদিন আজ। এবারে তিনি ৫৭ বছরে পা রাখলেন। জন্মদিনকে ঘিরেই তিনি সম্প্রতি গিয়েছিলেন পানভেলের খামারবাড়িতে। সেখানে গতকাল শনিবার মধ্যরাতে হাতে তিন তিনবার সাপে কামড়েছে। পরে হাসপাতাল গিয়ে চিকিৎসা নিয়ে এসেছেন।
একদিনের ব্যবধানে আজ রোববার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে সেই খামারবাড়ির বাইরে এসেই চেনা কায়দায় হাসিমুখে ছবি তুললেন সালমান খান। আবদার রাখলেন ফটো সাংবাদিকদের। সেইসব ছবি ও ভিডিও এখন ইনস্টাগ্রামে ভাইরাল।
পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে পানভেলের খামারবাড়িতে নিজের ৫৬তম জন্মদিন পালন করবেন বলে স্থির করেছিলেন সালমান। তারই মাঝে অঘটন। শনিবার মধ্য রাতে ‘ভাইজান’-এর হাতে কামড় বসাল সাপ। ছ’সাত ঘণ্টা হাসপাতালে চিকিৎসা চলার পরে এখন সুস্থ আছেন অভিনেতা।
‘ভাই’-এর জন্মদিনে মুম্বাইয়ের সাংবাদিকরা ছুটে গেছেন পানভেলেতে। তাদের হতাশ করেননি সালমানও। দুর্বল শরীরেই এসে দাঁড়িয়েছেন বাড়ির বাইরে।
এক ভিডিওতে দেখা গেল সালমানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে মহম্মদ রফির ‘বার বার ইয়ে দিন আয়ে’ গাইছেন চিত্রসাংবাদিকেরা। এক গাল হাসি নিয়ে ক্যামেরাবন্দি ‘ভাইজান’ও। এক চিত্রসাংবাদিক বললেন, ‘ভাইয়ের হাসি তো খুব সুন্দর।’
পাল্টা মশকরায় সালমানের জবাব, ‘সাপে কামড়ানোর পরে এ রকম হাসিমুখে দাঁড়ানো খুবই কঠিন।’
সোমবার সকালে এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে সালমান বলেন, ‘আমাদের পানভেলের খামারবাড়িতে একটি সাপ ঢুকে পড়ে। আমি লাঠি দিয়ে সেই সাপটিকে তুলি। বাইরের জঙ্গলে ফেলে আসার চেষ্টা করি। কিন্তু সাপটি আমার হাতে উঠে আসে। আমি হাত দিয়ে ওকে ধরতে গেলে তিনবার আমার হাতে কামড় বসায় সাপটি। হাসপাতালে চিকিৎসার পরে আমি এখন সুস্থ আছি।’
সালমানের বক্তব্য, সাপটিকে দেখে বিষাক্ত বলে মনে হয়েছিল তার। যদিও সালমানের বাবা এবং ঘনিষ্ঠ বন্ধুরা জানিয়েছেন, সেই সাপের বিষ নেই। কার দাবি সঠিক, তা নিয়ে ধোঁয়াশা থেকেই গেল।