হেলিকপ্টার বিধ্বস্ত, ১২ ঘণ্টা সাঁতরে নিরাপদে মাদাগাস্কারের মন্ত্রী | Helicopter crashes, Madagascar minister swims 12 hours safely


হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর দীর্ঘ ১২ ঘণ্টা সাঁতার কেটে নিজের প্রাণ বাঁচালেন মাদাগাস্কারের এক মন্ত্রী। দেশটির ‍উত্তর-পূর্বাঞ্চলের একটি উপকূলে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। এতে বেঁচে যাওয়া দুজনের মধ্যে একজন ছিলেন ওই মন্ত্রী।

সোমবার হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর বাকি আরোহীর সন্ধানে চলছে উদ্ধার অভিযান। তবে পুলিশ বলছে, দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো সঠিক তথ্য জানা যায়নি।

সের্গে গেলে কিভাবে দ্বীপে পৌঁছলেন

মাদাগাস্কারের পুলিশ বিষয়ক মন্ত্রী সের্গে গেলে এবং আরেকজন পুলিশ কর্মকর্তা মঙ্গলবার সকালে সাঁতার কেটে দ্বীপে পৌঁছেন। এর আগে তারা নিজেদের হেলিকপ্টার থেকে বের করে সাঁতার কাটতে সক্ষম হন বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের প্রধান এডমন্ড রান্দ্রিয়ানানতেনিয়া । নিখোঁজ দুজন মাদাগাস্কার পুলিশ ফোর্সের সদস্য।

মালাগাসি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, গেলে ডেক চেয়ারে ক্লান্ত অবস্থায় শুয়ে আছেন এবং তিনি তখন তার ছদ্মবেশী পোশাক পরে ছিলেন।  ভিডিও বার্তায় গেলে বলেন, আমার মৃত্যুর সময় এখনো আসেনি।

তিন দশক পুলিশে কাজ করার পর গত আগস্টে মন্ত্রিসভায় স্থান করে নেন সের্গে গেলে।

হেলিকপ্টারে কোথায় যাচ্ছিলেন

সোমবার সকালে উত্তর-পূর্ব উপকূলে একটি জাহাজের ধ্বংসাবশেষের স্থান পরিদর্শন করে হেলিকপ্টারে করে যাচ্ছিলেন সের্গে গেলে। উদ্ধারকারীরা ১৮ জনের মরদেহ উদ্ধার করেন এবং এতে মৃতের সংখ্যা দাঁড়ায় ৩৯ জনে। তবে যাত্রাপথে তাকে এবং তার সহযাত্রীদের বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্দ্রি রাজোয়েলিনা গেলের সাহসের জন্য প্রশংসা করে বলে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টার ও আগের সপ্তাহের জাহাজ দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সবাইকে প্রয়োজনীয় অনুদান দিতে প্রস্তুত মাদাগাস্কার।

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget