ঢাকা: রাজধানীর বেইলি রোডে বেপরোয়া প্রাইভেটকার চালিয়ে রিকশার যাত্রীদের মারাত্মক আহত করার ঘটনায় কিশোর চালক তাসকিনকে আটক করেছে পুলিশ।
রোববার (২১ নভেম্বর) ভোরে চুয়াডাঙ্গা থেকে তাকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগ পুলিশ।
আটক তাসকিনকে ঢাকায় আনা হচ্ছে।
তেজগাঁও বিভাগের পুলিশ জানায়, গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, একটি কালো রঙের প্রাইভেটকার বেপরোয়া গতিতে পেছন থেকে একটি চলন্ত রিকশাকে আঘাত করে। এতে রিকশার আরোহী ও আরোহীর কোলে থাকা শিশু ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হয়।
সাইবার পেট্রোলিংয়ের অংশ হিসেবে ভাইরাল ভিডিওটি তেজগাঁও বিভাগের নজরে আসে। তাৎক্ষণিকভাবে ডিসি বিপ্লব কুমার সরকার প্রাইভেট কারটির চালককে শনাক্ত করে গ্রেফতারের নির্দেশ দেন।
এর ধারাবাহিকতায় শনিবার (২০ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে হাতিরঝিল থানা এলাকা থেকে (ঢাকা মেট্রো-গ-৩৫-২২৬৩) প্রাইভেটকারটি হেফাজতে নেয় পুলিশ।
রোববার ভোরে মেহেরপুর জেলা পুলিশের সহযোগিতায় চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানার হাট বোয়ালিয়া নতুন বাজার এলাকা থেকে তাসকিনকে আটক করে ডিএমপির তেজগাঁও বিভাগ।
দুর্ঘটনা স্থল শনাক্ত করে আটক তাসকিন ও প্রাইভেটকারটি সংশ্লিষ্ট থানায় পাঠানো হবে বলে জানায় পুলিশ।
একটি মন্তব্য পোস্ট করুন