পুলিশের চাকরি পাচ্ছেন ‘ভূমিহীন’ আসফিয়া | 'Landless' Asfia is getting a job in the police


পুলিশের চাকরিটি অবশেষে পাচ্ছেন ভূমিহীন আসফিয়া ইসলাম কাজল। একই সঙ্গে পাচ্ছেন মাথা গোঁজার ঠাঁইও। আসফিয়া পুলিশে নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেও ভূমিহীন পরিবারের সন্তান হওয়ায় নিয়মের গ্যাঁড়াকলে তাঁর চাকরি হওয়া অনিশ্চয়তার মধ্যে পড়েছিল। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তাঁর জন্য সরকারি জমিসহ পুলিশের চাকরির ব্যবস্থা করা হচ্ছে।

পুলিশের নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, আসফিয়া যাতে পুলিশ কনস্টেবল পদে চাকরি পেতে পারেন, সে জন্য ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে বরিশাল জেলা প্রশাসক আসফিয়ার জন্য ঘর নির্মাণে হিজলা উপজেলা প্রশাসনকে সরকারি জমি খুঁজতে বলেছেন।

বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া গতকাল শুক্রবার সকালে তাঁকে ফোন দিয়ে জানিয়েছেন, আসফিয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়েছে। আসফিয়া যাতে কনস্টেবল পদে চাকরি পেতে পারেন সে জন্য সরকারি জমিতে ঘর নির্মাণ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

জেলা প্রশাসক বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে আসফিয়ার জন্য জমির স্থান নির্ধারণ করতে হিজলার ইউএনওকে বলা হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে আসফিয়ার জন্য ঘর নির্মাণ সম্ভব হবে।’

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন, ‘আসফিয়ার জন্য ঘর নির্মাণে বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় খাসজমি ঘুরে দেখেছি। উপজেলার বড়জালিয়া ইউনিয়নে কয়েক শতাংশ জমি পাওয়া গেছে। প্রাথমিকভাবে সেখানে ঘর নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। তবে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। জেলা প্রশাসকের মতামত পেলে কাজ শুরু হবে।’

বরিশাল জেলা পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কমিটির সভাপতি জেলা পুলিশ সুপার মো. মারুফ হোসেন বলেন, ‘পুলিশ কনস্টেবল পদে আসফিয়ার নিয়োগ বাতিল করা হয়নি। নিয়োগ আবেদনে তাঁর স্থায়ী ঠিকানা ভুল উল্লেখ ছিল। বিষয়টি ভেরিফিকেশনে উঠে আসে। তবে তাঁর চাকরি হবে না, এটা কখনো বলা হয়নি। আসফিয়া যেন এ কারণে নিয়োগবঞ্চিত না হন, সে জন্য নিয়মের মধ্যে থেকে করণীয় সম্পর্কে ভাবা হচ্ছে।’

আসফিয়াকে জমি দিতে চান এক ব্যবসায়ী

গাজীপুরের শ্রীপুরের ব্যবসায়ী মেজবাহ উদ্দিন গতকাল জানিয়েছেন, জমি না থাকায় চাকরি আটকে যাওয়া আসফিয়াকে তিনি জমি লিখে দিতে চান। আসফিয়া ও তাঁর অভিভাবক চাইলে যেকোনো সময় তিনি বিনা শর্তে তাঁকে জমি লিখে দেবেন। মেজবাহ উদ্দিন বলেন, ‘আমার যথেষ্ট জমি আছে। তাই আমি তাঁর চাকরি হওয়ার জন্য প্রয়োজনীয় পরিমাণ জমি দিতে চাই।’ মানুষ হিসেবে আরেকটা মানুষের পাশে দাঁড়াতেই এটুকু করতে চান বলে জানান মেজবাহ।

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget