তালেবানের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে একদল আফগান নারী। নারীদের অধিকারগুলোকে যেন সম্মান জানানো হয় এনিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে নারীরা মিছিল করে। সেইসঙ্গে অভিযোগ করে, তালেবান কর্তৃপক্ষ গোপনে সেনাদের হত্যা করছে যারা মার্কিন সমর্থক সরকারকে সাহায্য করেছিল। এএফপির সাংবাদিকের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ৩০ জন নারী কেন্দ্রীয় কাবুলে এক মসজিদের কাছে জড়ো হয় এবং প্রায় শ মিটার খানেক দূরত্ব মিছিল করে। এসময় তারা 'জাস্টিস' 'জাস্টিস' বলে স্লোগান দিতে থাকে। তবে তালেবান বাহিনী তাদের মিছিল বন্ধ করে দেয়।
নায়েরা কোহিস্তানি নামে এক নারী বিক্ষোভকারী বলেন, আমি বিশ্বকে বলতে চাই, তালেবানদের বলতে চাই হত্যা বন্ধ করুন। আমরা স্বাধীনতা চাই, আমরা বিচার চাই, আমরা মানবাধিকার চাই।
এছাড়া তালেবান কর্তৃপক্ষ ওই বিক্ষোভের সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকদের বাধা দেন। তালেবান যোদ্ধারা এসময় একদল রিপোর্টারকে আটক করে রাখেন। কিছু ফটোসাংবাদিকের সরঞ্জাম কেড়ে নেন এবং ক্যামেরা থেকে ছবি মুছে দেন। এরপর ক্যামেরা ফিরে দেন। চলতি বছরের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর অনুমোদন ছাড়া বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করে।
একটি মন্তব্য পোস্ট করুন