ক্যাট-ভিকির বিয়ে চলবে চার দিন, দেখুন সূচি | Cat-Vicky's wedding will last four days, see schedule

 

ভারতের বিনোদন খবরের অনেকটাই এখন ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের দখলে। আজ (৭ ডিসেম্বর) থেকেই শুরু হচ্ছে এ যুগলের বিয়ের আনুষ্ঠানিকতা। রাজস্থানে ১৪ শতকের ঐতিহ্যবাহী বারওয়ারা কেল্লায় অনুষ্ঠিতব্য হাই-ভোল্টেজের এ বিয়ে নিয়ে পাড়া-পড়শির ঘুম হারাম। ভক্তরাও মুখিয়ে আছেন কখন কী হয় দেখতে। আর তাই টাইমস অব ইন্ডিয়া জানালো ক্যাট-ভিকি’র বিয়ের সূচি।

৭ ডিসেম্বর সাংগীত

ভারতের কিছু সংস্কৃতিতে বিয়ের আগে নাচ-গানের একটি অনুষ্ঠান হয়। ওটাকে ‘সাংগীত’ বলা হয়। ক্যাটরিনা ও ভিকির বিয়েতেও এ রীতি থাকছে। ৭ তারিখেই শুরু হবে এ অনুষ্ঠান। বৈচিত্র্যও তো থাকবেই। শোনা গেছে ক্যাটরিনা নিজেও নাচবেন-গাইবেন সাংগীতে। আলো ঝলকানো এ অনুষ্ঠান দেখতে আমন্ত্রিতরা নিশ্চয়ই ‘কালো চশমা’ গুছিয়ে নিচ্ছেন ব্যাগে।

৮ ডিসেম্বর মেহেদী

মেহেদী নিয়েই ঘটা করে হবে আলাদা একটি অনুষ্ঠান। ক্যাটরিনা বলে কথা, তার জন্য আনা এক একটি মেহেদীর দামই নাকি লাখ টাকার ওপরে। সোনালি, রূপালি নানা মেহেদী ইতোমধ্যে অর্ডার করে এনে রাখা হয়েছে।

৯ ডিসেম্বর বিয়ে

মূল বিয়েটা হবে ৯ ডিসেম্বর। রাজকীয় এ বিয়ে হবে ‘সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারা’তে। যেখানে বিশেষ ধরনের কাচ দিয়ে বানানো হয়েছে মন্দির। অতিথিদের মোবাইল নিয়ে ঢোকা সম্পূর্ণ নিষেধ। নিরাপত্তার দায়িত্বে থাকবে সুঠামদেহী বাউন্সাররা।

১০ ডিসেম্বর রিসেপশন

রাজকীয় বিয়েতে হবে রাজকীয় রিসেপশন। তবে অতিথির সংখ্যা হবে সীমিত। দুই পরিবারের নিকটাত্মীয় নিয়ে ১২০ জনের থাকার কথা এ অনুষ্ঠানে। তবে মুম্বাই ফেরার পর পরই রঙিন পর্দার সহশিল্পীদের জন্য আরেকটি পার্টির আয়োজন করবেন ক্যাটরিনা।

ট্যাগ

একটি মন্তব্য পোস্ট করুন

যোগাযোগ ফর্ম

নাম

ইমেল *

বার্তা *

Blogger দ্বারা পরিচালিত.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget