দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএস গ্রুপের তিন সদস্য করোনায় আক্রান্ত। বিটিএসের ব্যবস্থাপনা সংস্থা বিগ হিট মিউজিক সংবাদমাধ্যমে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে কনসার্ট শেষে দক্ষিণ কোরিয়ায় ফেরার পর শনিবার (২৫ ডিসেম্বর) কে-পপ গ্রুপ বিটিএসের দুই সদস্য করোনা পজিটিভ হয়েছেন। এর আগে একজন আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত এই ব্যান্ডের তিন জনের করোনা শনাক্ত হলো।
করোনা আক্রান্ত হওয়া বিটিএস’র তিন সদস্য হলেন র্যাপার আরএম, কণ্ঠশিল্পী জিন এবং গীতিকার ও র্যাপার সুগা। সুগা পজিটিভ হওয়ার একদিন পর বাকি দু’জনের করোনা শনাক্ত হয়েছে। এই তিনজনই আগস্টে দুই ডোজ ভ্যাকসিন নিয়েছেন।
জানা গেছে, সুগা ও আরএম-এর শরীরে করোনার কোন লক্ষণ দেখা যায়নি। তবে জিন-এর সামান্য জ্বরসহ মৃদু লক্ষণ আছে। তারা বর্তমানে ঘরেই ডাক্তারের পরামর্শ মেনে চিকিৎসা নিচ্ছেন।
বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী ব্যান্ড ‘বিটিএস’। তাদের জনপ্রিয়তা বিশ্বব্যাপী। আট বছরের ক্যারিয়ারে তারা অর্জন করেছেন অসংখ্য পুরস্কার ও সম্মাননা, ভেঙেছেন হাজার রেকর্ড।
একটি মন্তব্য পোস্ট করুন