প্রার্থনা ফারদিন দীঘি। মডেল ও অভিনেত্রী। এইচএসসি পরীক্ষার কারণে বেশ কিছুদিন অভিনয় বিরতিতে ছিলেন তিনি। আবারও অভিনয়ে ফিরছেন এই মডেল অভিনেত্রী। কাজে ফেরাসহ বিভিন্ন প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-
অভিনয়ে বিরতি নিয়েছিলেন। কাজে ফিরবেন কবে?
আগামীকাল সোমবার আমার এইচএসসি পরীক্ষা শেষ হচ্ছে। যে জন্য এখনই শুটিংয়ে ফেরার কথা ভাবছি। আশা করছি, জানুয়ারির প্রথম সপ্তাহে 'শ্রাবণ জ্যোৎস্নায়' ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে কাজে ফিরতে পারব।
আগেও এ ছবির কাজ করেছিলেন
হ্যাঁ, গত ১৭ নভেম্বর আউটডোরে ছোট একটি ঢাকার লটের কাজ শুরু করেছিলাম। আমার পরীক্ষার প্রস্তুতির কারণে আর কাজ করিনি। ইমদাদুল হক মিললেন উপন্যাস অবলম্বনে সরকারি অনুদানের 'শ্রাবণ জ্যোৎস্নায়' ছবিটি নির্মাণ করছেন আবদুস সামাদ খোকন।
'মুজিব ভাই' ছবিতে তৃতীয়বারের মতো শেখ ফজিলাতুন নেছা রেনুর ভূমিকায় অভিনয় করবেন। একই চরিত্রে বারবার অভিনয় কতটা চ্যালেঞ্জিং?
'টুঙ্গিপাড়ার মিয়া ভাই' ছবিতে 'রেনু' চরিত্রে প্রথম অভিনয় করেছি। এরপর 'বঙ্গবন্ধু' ছবিতে একই চরিত্রের জন্য আরও গভীরে যেতে হয়েছে। যে জন্য একই চরিত্রে অভিনয় করা এখন অনেক সহজ। 'মুজিব ভাই' ছবির পাণ্ডুলিপি ভিন্নভাবে লেখা। নতুন করে জানতে পারছি শেখ ফজিলাতুন নেছা রেনু সম্পর্কে। ছবিতে থাকছে জাতির পিতার রাজনৈতিক বিচক্ষণতার পাশাপাশি জেলজীবন। কঠিন এই সময়ে বঙ্গমাতার ভূমিকা কী, তা তুলে ধরা হবে। বঙ্গমাতা যেমন ছিলেন, তেমনই ছবিতে নিজেকে তুলে ধরার চেষ্টা করব। এটাই আমার এখন বড় চ্যালেঞ্জ। 'রেনু'র ভূমিকায় অভিনয়ের পর 'রেনু' হিসেবে পরিচিতিও পেয়েছি। অনেকেই আমাকে রেনু বলে ডাকছেন।
প্রথমবার র্যাম্পে হেঁটেছেন। কেমন ছিল নতুন যাত্রা?
এত দিন মনে হয়েছে, আমি র্যাম্পে হাঁটার জন্য প্রস্তুত নই। এখানে কনফিডেন্ট ও নিজের পার্সোনালিটি ধরে রাখার ব্যাপার রয়েছে। র্যাম্পে হাঁটা আমার কাছে কঠিনই মনে হতো। আয়োজকদের উৎসাহে কাজটি করেছি। এখন র্যাম্পে হাঁটার ভীতি অনেকটাই কেটে গেছে।
আপনি চলচ্চিত্রের পাশাপাশি ওয়েব মাধ্যমেও কাজ শুরু করেছেন
হ্যাঁ। প্রথম ওয়েব সিরিজের কাজ করলাম। নাম 'শেষ চিঠি'। সুমন ধর পরিচালিত এ সিরিজে আমার সহশিল্পী ছিলেন ইয়াশ রোহান।
নিজের অভিনয় ক্যারিয়ার নিয়ে উপলব্ধি কী?
শিশুশিল্পী হিসেবে আমার অর্জন অনেক। নায়িকা দীঘির এখনও অনেক কিছু করার বাকি আছে। নায়িকা হিসেবেও দর্শকের প্রত্যাশা পূরণ করতে চাই। এই অল্প ক্যারিয়ারে আমি অনেক বেশি পেয়েছি। আরও এগিয়ে যেতে হবে। নিজের ওপর বিশ্বাস আছে। আশা করছি, আমি পারব।
মাঝেমধ্যে আপনাকে সমালোচনার মুখোমুখি হতে হয়
মিডিয়ায় এটি কমন। অনেক গুণী শিল্পীও সমালোচনায় পড়েন। আমি তো তাদের তুলনায় নগণ্য। সব মানুষের ভালো-মন্দ দুটি দিক থাকে। আমার মন্দ দিকগুলো যদি কেউ আমাকে ধরিয়ে দেয়, তা থেকে আমি শিখি। যে জন্য সমালোচনাকে ইতিবাচক হিসেবেই দেখি।
একটি মন্তব্য পোস্ট করুন